মোঃ আজমির হাসান
উপজেলা প্রতিনিধি
আজ রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ পর্যন্ত
আনোয়ারা টার্নেল হাইওয়ে রোডে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে এতে সেনাবাহিনীর ক্যাপ্টিন সহ আনোয়ারা থানা ও হাইওয়ের পুলিশ অভিযানটি শুরু করেন, চাতুরী চৌমুহনী থেকে আনোয়ারা কালাবিডি রোড এবং বাঁশখালি পেকুয়া হাইওয়ে রোড এই রোডে প্রায়ই সপ্তায় ২ থেকে ৩ দিন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় বাস,মিনি,বাস,মটরসাইকেল,সিএনজি,ডিস্টিক গাড়ী চলাচল করে প্রায় গাড়ী ফিট নাই, লাইন্সেস নাই,প্রয়োজনিয় কাগজ পএ থাকে না বিআরটিএ টেক্স টোকেন প্রায় গাড়ীর নাই, তার ভিতরে এসব রাস্তায় সিএনজি চলাফেরা করে তাদের গাড়ীর লাইন্সেস, টেক্স টোকেন, গাড়ীর কাগজ থাকে না যে সব কারনে রাস্তায় নানা রকম দূর্ঘটনা ঘটে সেই লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ অভিযান চালায়, প্রায় গাড়ী ডকুমেন্ট না থাকার কারনে তাদেরকে জরিমানা করা হয়,যেন পরর্বতি সময়ে তারা কাগজ পএ প্রয়োজনিয় ডকুমেন্ট সাথে রাখে এবং যাদের নাই তারা যেন তাড়াতাড়ি ডকুমেন্ট গুলো সংগ্রহ করে।