মোঃ আজমির হাসান
কর্ণফুলী উপজেলা
আলহামদুলিল্লাহ! আজ রবিবার কেপিজেট এখন হাতিমুক্ত – অবশেষে সফল এক পরিসমাপ্তি।
কয়েকদিন আগে দু’টি বন্য হাতি তৈলারদ্বীপ ব্রিজ পার হয়ে বাঁশখালীর দিকে রওনা দিলেও, একটি হাতি কেপিজেট এলাকায় রয়ে গিয়েছিল। আজকে বন বিভাগের ইআরটি (এলিফেন্ট রেন্স টিম ) টিমের সুশৃঙ্খল তত্ত্বাবধান ও সার্বিক সহায়তায় সেই হাতিটিকেও নিরাপদে বাঁশখালীতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
এখন কেপিজেটে কোনো হাতি নেই।
আনোয়ারা ও কর্ণফুলীবাসী – আপনারা এখন নিশ্চিন্তে ঘুমাতে পারেন।
পরবর্তী পদক্ষেপ হিসেবে, বন বিভাগ এখন কাজ করবে যাতে এই হাতিগুলো আবার কেপিজেট এলাকায় ফিরে না আসে। আমরা খুব শীঘ্রই এই বিষয়ে বন বিভাগের সাথে আলোচনা করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাদের সহযোগিতা করবো, ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় আমাদের রাখবেন।
এই দীর্ঘ আন্দোলনে শুরু থেকে যারা পাশে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সর্বতোভাবে সহযোগিতা করেছেন – তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এলাকাবাসী।
আন্দোলন কারিরা বলেন আর মনে রাখবেন, যদি ভবিষ্যতে আবার কোনো কারণে কেপিজেটে হাতির আগমন ঘটে, আমরা সবাই একসাথে নতুন করে আন্দোলন শুরু করবো।
এখন আর কোন ঘর বাড়ি মানুষ আহত হবে না।