সোহান রানা সখিপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর পরিবারের সদস্যদের মারধর কারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১২ এপ্রিল শনিবার সকাল ৯ টায় সখীপুর উপজেলার লাঙুলিয়া বাজারে গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ আরিফুল ইসলাম, আবদুর রহিম মিয়া এবং ভুক্তভোগী বকুল মিয়া প্রমূখ।
প্রসঙ্গতঃ গত মঙলবার উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বকুল মিয়ার বাপ-দাদার ভীটে মাটি জোর করে দখলের চেষ্টা করে মামা সিদ্দিক মেম্বারের স্ত্রী ও সন্তানরা। এসময় বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এ বিষয়ে ভুক্তভোগী বকুল মিয়া সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।