এ এফ এম ইমরুল ইসলাম প্রতিনিধি দিঘলিয়া
খুলনা
দিঘলিয়ার সেনহাটিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সেনহাটির ষ্টার ২নং গেট জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে সেনহাটির সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে আজ শুক্রবার জুম্মা বাদ ষ্টার ২নং গেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেনহাটির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিঘলিয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তীতে ষ্টার ২নং গেট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দিঘলিয়া ইমাম পরিষদের সভাপতি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আহমাদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিঘলিয়া ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি নাঈম আশরাফ, মোল্লাপাড়া হেজবুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ইনামুল হক, বাগানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ সোহেল, বাতিভিটা মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক।
সমাবেশে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ মোশারফ হোসেন, গাজী এনামুল হাসান মাসুম, ডাক্তার লিটন, মিজানুর রহমান,সাংবাদিক আবিদ আজাদ, নিকু,হাসান,মেহেরাব, সাজ্জাদ, নাসিম, ভুট্টো প্রমুখ।