মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।
সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হল প্রথম দিন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলা ১ম পত্র বিষয়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।
উপজেলা জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় ও বাগানবাড়ি আইডিয়াল একাডেমি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কড়া নিরাপত্তা ও গার্ডের জালে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তেমনি হলের ভিতরে গার্ড ছিল খুবই কঠোর। ফলে অসাধুপায় অবলম্বন করার কোনও সুযোগ ছিল না। তবে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হল এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীরা বেশ আনন্দিত।
কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা কঠোর নিরাপত্তা ও কড়া গার্ডের মাধ্যমে নেওয়া হচ্ছে। কোনরকম অপ্রীতিকর কিছু ছাড় দেওয়া হবে। আর নকল তো প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, যদি এমন সামান্য কিছুও পাওয়া যায় আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, তিনি শিক্ষক হন বা শিক্ষার্থী। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে উপজেলার ৮ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৪৬ জন পরীক্ষার্থী। এসএসসিতে মোট ৩ হাজার ১৪৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ২৮ জন। অপর দিকে দাখিল পরীক্ষায় ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ১৩ জন। এছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী মোট ২৩৮ জনের মধ্যে অনুপস্থিত রয়েছে ৫ জন।