সাংবাদিক ফরিদ আহমেদ হাইমচর উপজেলা।
চাঁদপুর জেলায় হাইমচর উপজেলার চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল স্থাপন করা হয়।
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল হাসপাতাল প্রকল্পের অধীনে বাংলাদেশে ৫ টি অস্থায়ী হাসপাতালে একটি চাঁদপুরের হাইমচরের এই ভাসমান হাসপাতাল।
আজ বুধবার দুপুর ১২ টায় হাইমচর নীলকমল চরে এই হাসপাতালের আনুষ উদ্বোধন হয়।
হাইমচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান আরিফ। তিনি তার বক্তব্যে বলেন,
চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে কিং আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত হবে এই হাসপাতাল।৫ বছরের এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সহযোগিতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চরাঞ্চলের সবাইকে আহ্বান জানান। এই প্রকল্পের অধীনে বাংলাদেশে ৫ টি হাসপাতালের একটি নিলকমল । এ প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়ন হলে আগামীতে আরো বেশি হাসপাতাল করতে অনুপ্রাণিত হবে বলে তিনি মনে করেন।
চাঁদপুরের জেলা প্রশাসক ও মেজিস্ট্রেট মোহসিন উদ্দিন বক্তব্যে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছেন বিশেষ করে আব্দুল আজিজ ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ এবং ইসলামী ডেভেলপমেন্ট সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এই উদ্যোগ কে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের সচিব সাইদুর রহমান বক্তব্যে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পূর্ণ সহায়তা থাকবে প্রকল্প বাস্তবায়নে। তিনি আরো বলেন, উক্ত ফাউন্ডেশন বিগত দিনে অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এই উদ্যোগ কে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো।
এবং এই প্রকল্প শেষে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে সবাইকে অবহিত করেন।
হাইমচরের দুরাঞ্চলের স্বাস্থ্য সেবা উন্নত সেবার লক্ষ্যে চরাঞ্চলের গরিব অসহায় মানুষের মুখেহাসি এবং প্রত্যান্ত অঞ্চলের সুবিধাভোগী জনগণ অত্যান্ত আবেগ ও আশাবাদী।