মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।
চাঁদপুর জেলায় ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ৩৪ হাজার ২৪৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
৮ এপ্রিল জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়। আগামী ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ৩৪ হাজার ২৪৫জন। এর মধ্যে এসএসসিতে ২৫ হাজার ২জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ৭৮৮জন এবং ভোকেশনালে ৭ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী।
জেলা সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস বলেন, অন্যান্য বছরের থেকে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দর থাকবে। কুমিল্লা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেলার ৭৭ কেন্দ্রে ৩৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। যেসকল শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বে থাকবেনা তারা কেউ পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেনা। প্রতিবছর একটি করে ভিজিলান্স টিম থাকলেও এবার প্রতি উপজেলায় পাঁচটি করে ভিজিলেন্স টিম থাকবে।