সোহান রানা সখিপুর উপজেলা প্রতিনিধিঃ
গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হত্যাযজ্ঞের প্রতিবাদে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ছাত্র ও মুসলিম জনতার ব্যানারে সখিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা রুহুল আমীন। বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার মো. সবুর রেজা, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম ও আহমেদ শফী।
বক্তারা গাজায় ইসরাইলি সেনাবাহিনীর বর্বর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কঠোর নিন্দা জানিয়ে বলেন, “এই হত্যাযজ্ঞ শুধু রাজনৈতিক সংকট নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর অপরাধ।”
তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
একই সঙ্গে সমাবেশ থেকে বক্তারা ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা মুসলিম উম্মাহর পক্ষ থেকে ফিলিস্তিনের নিরীহ জনগণের পাশে আছি। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়।”