রংপুরের পীরগাছায় বেসরকারী বিদ্যালয়ের আয়োজনে দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।। পীরগাছা মিলিনিয়াম চাইল্ড স্কুল ও তানজিমুল হিকমাহ মডেল একাডেমীর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় পীরগাছার শাপলা চত্বর প্রাঙ্গনে আয়োজিত মানব বন্ধনটিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশ নিতে দেখা যায়। মঙ্গলবার দুপুর ১১ টায় আয়োজিত মানব বন্ধনটিতে মিলিনিয়াম চাইল্ড স্কুলের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন তানজিমুল হিকমাহ মডেল একাডেমীর চেয়ারম্যান মাওলানা মোঃ আবু সুফিয়ান সুজন, মিলিনিয়াম চাইল্ড স্কুলের পরিচালক মোজাহিদুল ইসলাম, পবিত্রঝাড় মাদরাসার সাবেক অধ্যক্ষ, মাওলানা মোঃ আব্দুজ্জাহের, তানজিমুল হিকমাহ মডেল একাডেমীর অধ্যক্ষ, মাওলানা মাহবুবার রহমান, আরবী শিক্ষক হাফেজ আবু হায়দার সুমন ও হাফেজ এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মু. আবু নাঈম, আল ফোরকান ক্যাডেট মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ জিল্লুর রহমান, তানজিমুল হিকমাহর কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম, পীরগাছা বাজারের বিশিষ্ট কাপড় ব্যাবসায়ী আমজাদ হোসেন, বিশিষ্ট পুস্তক ব্যাবসায়ী রফিকুল ইসলাম প্রমূখ।। বক্তারা বিশ্ব মুসলিমকে এক হওয়ার পাশাপাশি সকলকে ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানান ।