মোঃ ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি
গত ইং ০৫/০৪/২০২৫ তারিখ রাত ২১:০৫ ঘটিকায় আদিতমারী থানাধীন ২ নং ভেলাবাড়ী ইউপিস্থ পশ্চিম ভেলাবাড়ী ০৮ নং ওয়ার্ডস্থ মাদরাসায়ে সালমান ফার্সি (রাঃ) নূরানী কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন আমেনা বাজার হইতে নাড়িয়া বাজার গামী পাকা রাস্তার উপর হইতে অফিসার ইনচার্জ সাহেবের সার্বিক দিকনির্দেশনায় ও নেতৃত্বে এবং ইন্সপেক্টর তদন্ত স্যারের সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামী ১। মোঃ মজমুল হক (২৮), পিতা-কফুর উদ্দিন ২। মোঃ মহসিন আলী (২৩), পিতা- মৃত ছাত্তার, উভয় সাং-চিনাটুলী (০৩ নং ওয়ার্ড), থানা ও জেলা- লালমনিরহাট এর চালিত হিরো আইটার ১২৫ সিসি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর হইতে বিশেষ কায়দায় রক্ষিত ৪৫ বোতল মাদকদ্রব্য স্কার্ফ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামী ১। মোঃ ফরিদ শেখ, পিতা- মৃত শাহজাহান, সাং- মহিষতুলী, থানা- আদিতমারী ও ২। মোঃ দুলাল ঘুগরি দুলাল, পিতা- কফুর উদ্দিন, সাং- সেবকদাস নিথক, থানা- কালীগঞ্জ এর নাম ঠিকানা জানা যায়।
পলাতক আসামি দুলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।