মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৫ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের আলী আরশাদ প্রধানের ছেলে আনিছ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে কৃষ্ণপুর গ্রামের গণি প্রধানের ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ, গজরা গ্রামের মামুন মনির ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।
আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ সহ গজরা, উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে তারা। দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং বালতিতে করে ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এবং দুইজন বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।
বাদী পরিবার আরও জানান, কৃষ্ণপুর বোরোপিট ৩০ জনের একটি দল বিগত ২০ বছর আগে লিজ আনে। ওই লিজের মেয়াদ শেষ হয়ে যায় ২০০৯ সালে। এরপর থেকে স্থানীয় মোঃ গণি প্রধান ওই ফিসারী জোড় করে ভোগ দখল করে আসছে। প্রতি বছর মাছ করে লাখ লাখ টাকা আয় করেন। কিন্তু সম্প্রতি ওই ফিসারী সমিতির সকল সদস্যরা ভোগদখল করতে চাইলে গণি প্রধানের সাথে দ্বন্দ্ব বাঁধে।
ওই ফিসারীতে সমিতির নামে সাইনবোর্ড টানানো হলে ক্ষিপ্ত হয়ে আলী আরশাদ প্রধানের ঘরে শনিবার সকালে হামলা চালায় গণি প্রধানে নির্দেশে, তার দুই ছেলে রাহাত, জিহাদ, গজরা গ্রামের জাহিদ ও উত্তর লুধুয়া গ্রামের আকাশ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন। মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগেও ফিসারীজ নিয়ে গত ৭ মার্চ দুই গ্রুপের সংঘর্ষে হয়েছিল।