মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে "লালমনিরহাট জেলা স্টেডিয়াম” মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যাথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে "লালমনিরহাট জেলা স্টেডিয়াম” মাঠে সকাল ০৯.০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত, ফুল ও ক্রেস্ট প্রদানসহ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব এইচ এম রকিব হায়দার, জেলা প্রশাসক, লালমনিরহাট এবং জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।
পরবর্তীতে পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, রোভার স্কাউট, গালর্স-ইন-স্কাউটিং, গালর্স গাইড'সহ অন্যান্য শিশু কিশোর সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ প্রদর্শনী করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।