কবীর আহমেদ
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে সরিষাবাডী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৬ শে মার্চ প্রতি বছরের মত বাংলাদেশের সকল উপজেলার ন্যায় সরিষাবাড়ীতেও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ ও নানান বর্ণিল আয়োজন করা হয় আর এই আয়োজনে বরাবরের ন্যায় সরিষাবাডী রিপোর্টার্স ক্লাব অংশগ্রহণ করেন। এছাডাও বিভিন্ন স্কুল, সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় রিপোর্টার্স ক্লাবের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ গুলজার হোসেন, অত্র ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। কার্যনির্বাহী সদস্য মোঃ রেজাউল ও সাজিরুল ইসলাম সাজু। সদস্য বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ, মনজুরুল ইসলাম, জাফরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম নির্বাহী সম্পাদক দৈনিক জামালপুর এক্সপ্রেস, মোঃ আমিনুল ইসলাম রিপোর্টার বাংলা টিভি সিনিয়র স্টাফ রিপোর্টারসহ বিজয় সংবাদের সরিষাবাড়ী প্রতিনিধি তানজিলুর রহমান প্রমুখ।