মোঃ খসরুজ্জামান কবীর
মধ্যনগর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য উজ্জ্বল মেম্বার সে শূন্য থেকে কোটিপতি হয়েছে অত্র এলাকার শত শত পরিবারকে সর্বহারা করে পথে বসিয়েছে। সে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে কুখ্যাত সন্ত্রাসী উজ্জ্বল মেম্বার জুয়ার বোর্ড বসিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।
যার কারণে অত্র এলাকার শত শত মানুষ এলাকা ছাড়া হয়েছে।
সে ৮ থেকে ১০ বছর আগেউ জাল,বাইর,মাছ ধরে ক্ষেতে খামারে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করত।
সেই অবস্থা থেকে সে কি করে মোহনগঞ্জ পৌরসভার ভিতরে জায়গা বাসা করে ফেলে এবং টগার হাওরে শত বিঘা জমির মালিক হয়ে উঠে এবং রাতারাতি আঙ্গুল ফোলে কলাগাছ হয়ে যায়।
তার পরিবার ও সে অত্র এলাকায় চুরি ডাকাতি চাঁদাবাজি সহ নানা অপকর্মে লিপ্ত, কারো মেশিন চুরি কারো গরু চুরি কারো নৌকা চুরি কারো স্বর্ণা অলংকার চুরি এবং কারো বাড়িতে সংঘবদ্ধ হামলা লুটপাট ডাকাতি করে। সে এবং তার পরিবারের লোকজন উগ্র মেজাজের দাঙ্গা হাঙ্গামা মারামারি ভাঙচুর অগ্নিসংযোগের সাথে জড়িত। এবং এলাকার সাধারণ সহজ সরল মানুষের কাছে দাদন ব্যবসা করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।কোনো কারণে দাদনের টাকা পরিশোধ না করতে পারলে তার বাড়ি ঘর গরু,ছাগল জমি জোরপূর্বক দখলে নিয়ে নেয় এবং তার কারণে অত্র এলাকার শত শত পরিবার বাড়ি ঘর ছাড়া।
সে এবং তার পরিবারের লোকজন মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত অত্র এলাকায় তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে আসছে কিছু দিন আগেও উজ্জ্বল মেম্বার ও তার দল বল এলাকার একজন মুরব্বির বাড়িতে ঢুকে তার পরিবারের লোকজন সহ তাকে বেদারক মারদূর করে এবং তার দাড়ি মোবারক ছিঁড়ে ফেলে। উজ্জ্বল মেম্বার ও তার পরিবারের লোকজনের নামে মধ্যনগর থানা ও ধর্মপাশা থানায় এফআইআর ভূক্ত ২০ থেকে ২৫ টি মামলা রয়েছে এবং অসংখ্য অভিযোগ ও এজাহার রয়েছে। এতো গুলো মামলা এবং অভিযোগ থাকা সত্ত্বেও
প্রশাসন এখন পর্যন্ত নিরব ভূমিকা পালন করে আসছে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি কেন জানতে চাই,
অত্র এলাকার নির্যাতিত, নিপীড়িত সহায় সম্বলহীন ও সর্বহারা সাধারণ মানুষ।