মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত বান্দরবান স্টেডিয়ামে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামিম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব জামিনাতুন নেছা মহোদয়।
এসময় উপস্থিত সকলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে কুচকাওয়াজ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।