মোঃআজমির হাসান
উপজেলা প্রতিনিধি
পটিয়া বাইপাস সড়কে আজ সকালে একটি আলু বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে যায়।
ট্রাকটি রংপুর থেকে আলু নিয়ে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন।
চলন্ত গাড়িতে ড্রাইভারের ঘুম আসায় এই দূর্ঘটনা ঘটে। ড্রাইভার ও হেলপার সুস্থ আছে।
আলু বোঝাই ট্রাকটি উদ্বার কাজ চলছে একালাবাসি মিলে।আপাদত কোন হতাহতোর খবর পাওয়া যায় নায়। ঘটনা স্থালে পরিদর্শন করেন পটিয়া হাইওয়ে পুলিশের একটি দল তারা বলে রাতে ড্রাইভার ঘুম চোখে গাড়ি চালায় তাহের উচিত ২/১ ঘমিয়ে গাড়ী চালানো বা সাথে আরেকজন ড্রাইভার থাকা দরকার,, দূঘটনার খবর পেয়ে বাংলাদেশ স্বেচ্ছা সেবক ফেডারেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআজমির হাসান উপস্তিত হন তিনি বলেন প্রতিটি ড্রাইভারের প্রয়োজন একজন করে সহকারি ড্রাইভার সাথে রাখা কারন তারা অনেক দূরের রাস্তা যাতায়াত করে এবং তবে তাদের উচিত রাতে ৩/২ ঘন্টা বিশ্রাম নেওয়া তাহলে এ রকম দূর ঘটনা থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।