সাংবাদিক ফরিদ আহমেদ।হাইমচর উপজেলা।
চাঁদপুর হাইমচরে ২নং উত্তর আলগী ইউনিয়নের ৪, ৫, ও৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত ইফতার অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রধান মেহমান হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামির হাইমচর উপজেলা শাখার সম্মানিত তরুন সেক্রেটারি জনাব, জসিম উদ্দিন বাহার ভাই ।উত্তর আলগী ইউনিয়নের সেক্রেটারি অত্যন্ত সুকৌশলী জনাব,আল মামুন। উপস্থিত ছিলেন জনাব আবুল খায়ের, হাফেজ নাজিম উদ্দিন ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি, জনাব জয়নাল আবেদীন সাহেব, ৪ নং ওয়ার্ডের সভাপতি মাসুম বিল্লাহ। ৬ নং ওয়ার্ডের সভাপতি বিএম ফরিদ। ৬ নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি বাচ্চু কবিরাজ।সহ অন্যান্য কর্মী সহযোগী এলাকার কিশোর, শিশু,বৃদ্ধ,কৃষক শ্রমিক সকল পেশার ইসলাম প্রেমী আগ্রহী জনতা। প্রায় ৩০০ জনশক্তি নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গণজোয়ারে পরিণত হয়েছে মহতী অনুষ্ঠানটি উক্ত অনুষ্ঠানে এই তরুণ সেক্রেটারি জনাব জসিম উদ্দিন বাহার বলেন সমাজে ইসলামের দাওয়াত ব্যাপক ভাবে প্রচার করতে হবে জামায়াতে ইসলামী চায় মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার বাংলাদেশ জামায়াতেইসলামী চায় গণ মানুষের শ্রমের অধিকার গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।রমজান মাস মাগফেরাতের মাস অন্যায় কালিমাকে ধুয়ে মুছে পরিষ্কার করার মাস তওবার মাস অন্যায় থেকে ফিরে আসার মাস যাবতীয় পানাহার থেকে শুরু করে অন্যায় মিথ্যা ব্যভিচার থেকে বিরত থাকার মাস পবিত্র কুরআনুল কারীম নাজিলের মাস, কুরআন অর্থসহ অধ্যায়নের মাস যাকাতের মাস ইসলাম প্রচারের মাস সর্বোপরি ইসলাম প্রতিষ্ঠায় সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুন্দর সুস্থতা কামনাকরেন মহান রবের কাছে এই দোওয়াকরেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।