জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ।
গাইবান্ধা জেলার ফুলছড়িতে ইঞ্জিন চালিত নৌকা থেকে স্যালো মেশিন চুরি করে নিয়ে ভাংরির দোকানে বিক্রির সময় জনতার হাতে নাতে ৪ জন ধরা পড়ে পুলিশের হাতে তুলে দেয় ।
এই ঘটনায় ফুলছড়ি থানায় একটি চুরির মামলা দায়ের করেন নৌকা ও মেশিনের মালিক আনোয়ার মিয়া ৩৫
আটককৃতরা হলেন ১ নম্বরে মোঃ শান্ত রহমান ২৪ পিতা আব্দুর রহমান ২ মোঃ বাবু ১৮ পিতা মোঃ হোসেন উভয়ের গ্রাম রেললাইন বাউলসি উভয়ের থানা ফুলছড়ি ৩ হাসেম আলী ৫২ পিতা মৃত আনসার আলী ৪ মোঃ রাসেল ২০ পিতা মোঃ হাশেম উভয়ের গ্রাম নীলকুঠি থানা সাঘাটা সকলের জেলা গাইবান্ধা । অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে ।
এজাহারে বলেন ইঞ্জিন চালিত নৌকা ফুলছড়িতে বাজারের দক্ষিণ পাশে বালুরচর খেয়া ঘাটে নৌকাটি বেধে বাড়িতে চলে যান । পরের দিন ৮ সময় এসে ঘাটে বালুচরে গিয়ে দেখে তার নৌকায় ২৫ হরস মেশিনটি চুরি হয়ে গেছে ।
ফুলছরি থানার ওসি বলেন গ্রেপ্তার কৃতদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।