মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
লামায় ‘লামা সাংবাদিক ইউনিটির অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ মার্চ ২৩ রমাদান লামা জনতা ব্যাংক ভবনের নিচতলায় আয়োজিত সাংবাদিক ইউনিটি কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য অফিসার, উপজেলা কৃষি অফিসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম খান, বি এন পি নেতা আইয়ুব আলী কোম্পানি (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান), এডভোকেট সাদেকুল মাওলা ইরাক, লামা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহিন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন , সাংবাদিক মোঃ ইউছুপ মজুমদার সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিক মোঃরাসেল সহ লামার রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দদ্বয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, এলাকার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক লিখুনি, বিষয়বস্তুর উপস্থাপনার মধ্যে উঠে আসা দিকগুলো সরকারের সকল প্রশাসন গুরুত্ব দেয়। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের দিক নির্দেশকের কাজ করে। এসময় সাংবাদিক ইউনিটির সভাপতি সুজন চৌধুরী , সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক তামিমসহ, সংগঠনের সদস্যরা পেশাদারিত্বের ক্ষেত্রে সর্ব মহলের সহযোগিতা কামণা করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ সাদেকী