মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
লামা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় বীর মুক্তিযোদ্ধার সন্তান আমজাদ (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২৪ মার্চ) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আমজাদ পশ্চিম লাইনঝিরি এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলীর ছেলে।
আমজাদের বড় ভাই জানিয়েছেন, লামা শক্তি ফাউন্ডেশন থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের জন্য গত ১৫ দিন ধরে তাকে চাপ দেওয়া হচ্ছিল। গতকাল ছিল কিস্তি পরিশোধের নির্ধারিত দিন। ঋণের চাপের কারণে আমজাদ চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঋণের চাপে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহও এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে লামা থানা পুলিশ আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। এই আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।