▫️মহিউল ইসলাম▫️ উপজেলা প্রতিনিধি, তালা(সাতক্ষীরা )
বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখা কর্তৃক সুজনশাহা বালিকা বিদ্যালয় মাঠে মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
রবিবার ২৩ মার্চ অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও (তালা কলারোয়া) সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার শেখ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জাময়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, ঢাকার বাদশা ফয়সাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান, মাওলানা নজরুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম- ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। ইসলাম প্রতিষ্ঠা না হলে মানুষের শান্তি আসা সম্ভব নয়। আল্লাহর নির্দেশিত পথেই শান্তি খুঁজতে হবে। এ সময় ইউনিট দায়িত্বশীলদের প্রতি তিনি আহ্বান জানান, আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআন নিজেরা মানি এবং কোরআনের সমাজ গঠনের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করি।