কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রোববার ২৩ (মার্চ) জামালপুর জেনারেল হাসপাতালে দুপুর ১.২০ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন। তিনি দ্বীর্ঘ দিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। পেশাগতভাবে তিনি সানাকৈইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক খবরপত্র পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি বিলবালিয়া মহিলা মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ও বগারপাড় উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যকালে তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে সরিষাবাড়ী সাংবাদিক মহল ও কর্মরত প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।