কবীর আহম্মেদ, সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকালে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে ভাটারা বাজারে মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা বিএনপি'র সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন।
উদ্ভোধন শেষে ভাটারা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার। ৫ ই আগস্ট বিএনপিসহ ছাত্র জনতা মিলে ফ্যাসিবাদী হাসিনা সরকার কে এদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলে সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকলের আন্তরিক ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ
খান, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাত এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতা-কর্মীরা।
এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।