নাগরপুর প্রতিনিধিঃ
বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে আগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রবিবার (২৩ মার্চ ) সকাল ১১টার সময় লাউহাটি বাজারে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানপাট পরিদর্শন করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু ব্যবসায়ীদের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি বাজারে ক্ষয়ক্ষতির বিষয় খোঁজখবর নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে তাদের পাশে থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, আগুনে অনেকের ঘর পুড়ে গেছে আর্থিকভাবে ক্ষতি হয়ে গেছে। এদের মধ্যে কেউ কেউ একেবারে নিঃস্ব হয়ে গেছে, আসুন আমরা একটি ফান্ড তৈরি করে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াই, তিনি আরও বলেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো।
উল্লেখ্য দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের লাউহাটি বাজারে গত ২১ মার্চ অগ্নিকাণ্ডে ব্যপক কয় ক্ষতি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন লাউহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের সাবেক জি এস ও বিআরডিবি এর সাবেক চেয়ারম্যান ইকবাল কবির রতন, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক জিএস মোঃ ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আলতাফ হোসেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জি এস ও নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ নুরুজ্জামান রানা।