1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড রংপুর জেলা তাঁতীদলের সুপার-৫ ইউনিট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মতলবে মেঘনার তীর সংরক্ষণের ব্লক ধ্বসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ময়মনসিংহে চাকরির নামে প্রতারণা আনসার সদস্যসহ চক্রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ- ভুক্তভোগীরা সর্বস্বান্ত। সরিষাবাড়ী’র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামদায়ের কোপে সাবেক সেনা সদস্য – রক্তাক্ত জখম নোয়াখালী হাতিয়ায় আওয়ামীলীগ নেতাদের অর্থের বিনিময়ে বিএনপিতে যোগদান গোমস্তাপুরে “সুজন- সুনাগরিকের জন্য নাগরিক ” সংগঠন এর আলোচনা ও দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত। ঝিনাইদহ ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ১৫ ঘন্টা পর চকবাজারে নিখোঁজ শিশু উদ্ধার।

পীরগাছা উপজলা জামাআতের যুব বিভাগের দোআ ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

পীরগাছা উপজেলা জামাআত ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত দোআ ও ইফতার মাহফিলটি একটি ধর্মীয় ও সামাজিক গুরুত্বসম্পন্ন অনুষ্ঠান হিসেবে পালন করা হয়। মাহফিলে বক্তারা মাহে রমজানের তাৎপর্য, ইসলামিক মূল্যবোধ ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে মাঃ মোঃ মোস্তাক আহমেদ, সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর জেলা শাখা, তার বক্তৃতায় ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে জামাআত ইসলামীকে রাজনৈতিকভাবে দুর্বল ও নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে, এবং কিছু রাজনৈতিক দল সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়তে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতও চায় না যে, জামাআত ইসলামী জাতীয় সংসদে জয়ী হোক।”

তিনি আরও বলেন, “এমতাবস্থায়, পীরগাছা কাউনিয়া থেকে জামাআত ইসলামী প্রার্থীকে জয়ী করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে, ইনশাআল্লাহ, কোনো অপশক্তি ইসলামের বিজয় নস্যাৎ করতে পারবে না।” প্রধান অতিথি ইসলামিক রাজনীতির প্রতি দৃঢ় বিশ্বাস এবং আগামী নির্বাচনে জামাআতের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন জনাব আঃ জব্বার, ইউনিয়ন আমির পীরগাছা সদর ইউনিয়ন, জনাব মাওঃ মোঃ ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি পীরগাছা ইউনিয়ন, জনাব ডা. মোঃ জাকির হোসেন, সভাপতি আদর্শ মাদ্রাসা শিক্ষক ফেডারেশন পীরগাছা উপজেলা, এবং মোঃ শেখ রমজান, সভাপতি যুব বিভাগ পীরগাছা উপজেলা শাখা। সকল বক্তা ইসলামের সঠিক পথে চলার এবং ইসলামিক মূল্যবোধে দৃঢ় থাকার আহ্বান জানান।

এছাড়া, অনুষ্ঠানটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, যুব বিভাগ পীরগাছা সদর ইউনিয়নের সভাপতি, সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য দোআ পরিচালনা করেন। তিনি বলেন, “এমনকি আমাদের দেশের সুরক্ষা ও শান্তির জন্য আল্লাহর রহমত কামনা করি এবং ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আমাদের সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।”

এই মাহফিলটি পীরগাছা উপজেলার জামাআত ইসলামী যুব বিভাগের ঐক্য, রাজনৈতিক অঙ্গীকার এবং ইসলামের প্রতি নিবেদনকে আরও শক্তিশালী করে তুলেছিল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট