মোঃ আসিফ , ভুঞাপুর উপজেলা প্রতিনিধি ,
বাংলাদেশ জামাতে ইসলামী , গোবিন্দাসী ইউনিয়ন শাখার উদ্যোগে বেলা ৩:৩০ মিনিটে , ২২ মার্চ শনিবার ,রুহুলি দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে , ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হুমায়ুন কোভির , জেলা সেক্রেটারি , বাংলাদেশ জামাতে ইসলামী , টাঙ্গাইল জেলা , বিশেষ অতিথিঃ জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন , ভুঞাপুর উপজেলা , আমির , টাঙ্গাইল জেলা শাখা , এতে সভাপতিত্ব করেন , মাওলানা মোঃ ইসমাইল হোসেন , আমির বাংলাদেশ জামাতে ইসলামী , গোবিন্দাসী ইউনিয়ন শাখা , মোঃ খোকা , আমির ৮ নং ওয়ার্ড জামাতে ইসলামী বাংলাদেশ ।মোঃ মোস্তফা কামাল ,প্রধান শিক্ষক , রুহুলী কবরস্থান , এতিমখানা ,হাফিজিয়া মাদ্রাসা । মোঃ এস এম সালাউদ্দিন মাস্টার ,অবসরপ্রাপ্ত শিক্ষক , মাটি কাটা উচ্চ বিদ্যালয় ,মোঃ সাইদুর রহমান ( সাদিক ) সভাপতি গোবিন্দাসী ইউনিয়ন শাখা , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির , উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণীর ,পেশাজীবী , চাকরিজীবী , সাধারণ জনগণ , ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মীর ,মুখের স্লোগান ছিল । নারায়ে তাকবীর আল্লাহু আকবার , সৎ লোকের শাসন চাই , আল্লাহর আইন চাই ।