মোঃ আজমির হাসান
কর্ণফুলী উপজেলা প্রতিনিধি
কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, মা হাসপাতালে, লাশ নিয়ে পিএবি সড়ক অবরোধ চার ঘন্টা ধরে দীর্ঘ যানজট ভোগান্তিতে হাজার হাজার মানুষ।
কেইপিজেড কর্তৃপক্ষ হাতি অপসারণে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আপনারা আপোষ করবেন না।এইভাবে মানুষ জীবন যাপন করতে পারে না।
এই মুহূর্তে কেইপিজেড পিআইবি সড়ক ব্লক করা হয়েছে।
ছোট্ট অবুঝ শিশু ৩ মাসের আয়মান জাবেদ হাতির আক্রমণে মারা গিয়েছে।তার লাশ ওখানে নেয়া হয়েছে।মানববন্ধন চলছে।
যে যেখানে আছেন আনোয়ারা-কর্ণফুলী বড় উঠানের সাধারণ জনগণ প্রতিবাদ করুন।
সেখানে উপস্তিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ভি.ডাঃমোঃআজমির হাসান তিনি বলেন প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলুন আর যেন কোন মায়ের বুক খালি না হয়।