এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২১ মার্চ) দেরা দুবাইয়ের নাখিলস্থ মনপুরা রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুন্না মাদ্রাজির সঞ্চালনায় এবং সভাপতি শামসুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুবেল মিয়া। এছাড়া সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচকরা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানব কল্যাণে কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে।
অনুষ্ঠানের শেষাংশে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবাস ক্লাবের সভাপতি ফয়জুল্লাহ শহীদ।