কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতপোয়া ইউনিয়ন জামায়াত বুধবার ১৯ (মার্চ) আদ্রা মাজু মিলেটারী মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বিকাল ৪ ঘটিকায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে অত্র ইউনিয়নের সেক্রেটারী মোঃ গোলজার হোসেন সনি'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাতপোয়া ইউনিয়ন সভাপতি মাওঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জেলা সিনিয়র সহঃ সেক্রেটারী মাওঃ নুুরুল হক জামালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জমান সোহাগ, বাংলাদেশ ছাত্রশিবির সরিষাবাড়ী উত্তর আদর্শ থানা শাখা'র সভাপতি আহমেদ আরিফ। এছাড়া আরোও উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আমীর মাওঃ সুরুজ্জামান খান, অত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌর সাংগঠনিক সম্পাদক কবীর আহমেদ, অত্র ইউনিয়নের সহ-সভাপতি হাসমত আলী, সমাজকল্যাণ সম্পাদক গোলাম ফারুক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।