মোঃ মনিরুল ইসলাম
গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় এক গার্মেন্টস নারী শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। এ নিয়ে কিছু গার্মেন্টস শ্রমিক ও বহিরাগত লোকজন ঢাকা – ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে যান চলাচলের ব্যাহত করেন।
গতকাল সন্ধা ৭ ঘটিকার সময় সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানান স্হানীয় প্রত্যক্ষদর্শীরা।
গার্মেন্টস শ্রমিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সন্ধা ৭ ঘটিকা থেকে ১০ঘটিকা পর্যন্ত ঢাকা -ময়মনসিংহ মহা সড়ক অবরুদ্ধ করে যান চলাচল ব্যাহত সহ গাড়ির ভাঙচুরের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
তৎক্ষণিক খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে পৌঁছায়। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে উল্টো পুলিশের উপরে ক্ষিপ্ত হইয়া ইট পাটকেল মারতে থাকে। পরিস্থিতির অবনতি হইলে এবং গাড়ি ভাঙচুর করতে থাকবে যৌথ বাহিনীর সহায়তায় অবরুদ্ধ সড়ক যান চলাচলের স্বাভাবিক হয়।
দুর্বৃত্তকারীদের ইট পাটেলের আঘাতে জয়দেবপুর থানা পুলিশের (৬)ছয়জন পুলিশ আহত হন। এর মধ্যে দ্রুত আহত হন (০৪) চার জন বলে নিশ্চিত করেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম।
অবরুদ্ধ রাস্তার যানজট নিরসনে গাজীপুর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ যৌথ বাহিনীর একাধিক টিম কাজ করেন।
এ ব্যাপারে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিঃ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের সহকর্মী সাবিনা ও জান্নাতুলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নিহত শ্রমিকদের শোক প্রস্তাবে আজ সারাবেলা গার্মেন্টস বন্ধ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এবং আগামীকাল নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে
এদিকে গতকাল সহিংসতার ঘটনার কেন্দ্র করে জয়দেবপুর থানা পুলিশ(০১) একজনকে গ্রেফতার করেছে বলে জানান অফিসার ইনচার্জ আব্দুল হালিম।
আজ জয়দেবপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা বলেন অপ্রীতিকর যে কোন ঘটনায় পুলিশ শক্ত হাতে দমন করবে এবং যানজট নিরসনে কাজ করবেন।তিনি আর বলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত গার্মেন্টস কর্মীদের প্রতি রইল গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
তিনি আর বলেন জয়দেবপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ অত্যন্ত দক্ষতার সহিত যানজট নিরসনে কাজ করেন।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ জানান হাইওয়ে সড়কের দুর্ঘটনা কমিয়ে আনতে সালনা হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ সড়ক বাস্তবায়নে সালনা হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান গতকালকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অপ্রত্যাশিত একটি ঘটনা। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করি ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আর বলেন গতকালকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ পুলিশের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আর বলেন গার্মেন্টস কর্মীদের সাথে বহিরাগতরা মিলে অপ্রত্যাশিতভাবে পুলিশের উপর হামলা ও ইট পাটকেল মারতে থাকেন। তিনি আরো বলেন গার্মেন্টস কর্মীদের সাথে আওয়ামী সন্ত্রাসীরা মিলে সড়ক অবরোধ করে ইট পাটকেল মেরে সড়কে থাকা যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি করেন।
আজকে ১৮ ই মার্চ ২০২৫ সকালে পুনরায় সড়ক অবরোধ হামলা ও ভাঙচুর নিরসনে গাজীপুর জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, বিজিবি সেনাবাহিনী সহ অন্যান্ন বাহিনীর কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছেন বলে জানান জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম।