মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি।
লালমনিরহাটে বিশেষ অভিযানে ১৭/০৩/২৫ তারিখ ভোর বেলা লালমনিরহাট থানাধীন কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে কুলাঘাট টু বড়বাড়ি গামী পাকা রাস্তার উপর গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস আটকিয়ে তল্লাশি চালিয়ে ০১ টি বিদেশি পিস্তল, ও ০৩ রাউন্ড গুলি সহ এবং ৫০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তিন জনকে আটক করা হয়েছে। আসামি বিস্তারিত
১। জুয়েল(২৮), পিতা- নওশের আলী, সাং- বাংগালা, থানা- ধামরাই, জেলা- ঢাকা।
২। লিটন হাল
দার(২৭), পি- সুদেব হালদার, সা- ছোট শাকরাইল,
৩। মোঃ আসলাম(৩৫), পিতা- আজিজ, সাং- খালিশা, উভয় থানা- শিবালয়, জেলা- মানিকগন্জ দেরকে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা আসামি করে আইনের আওতায় আনা হবে বলে গণ মাধ্যম কর্মীকে জানিয়েছেন ওসি জনাব, নূরনবী তিনি আরো বলে সিমান্তবর্তী এলাকায় তারা এসেছে ঘুরতে ছিলো পোপন সংবাদে ভিত্তি জানতে পারি সিমান্তবর্তী এলাকায় থেকে মাইক্রবাসে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে নিয়ে আসছে।
পড়ে লালমনিরহাট সদর থানা বিশেষ অভিযান পরিচালনা করে মাইক্রবাসটি তল্লাশি চালালে।
এতে জুয়েলের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি পিস্তলে লোড করা ছিলো। পড়ে ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায় এবং মাইক্রবাসটি জব্দ করে সদর থানা নিয়ে আসা হয়। ।তারা তিনজনে নারায়নগঞ্জের বাসিন্দা গোপন সংবাদের মাধ্যম আমরা এই অভিযান পরিচালনা করি বলে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা ও মাদকের মামলা জুরি করা হবে।
মাদকে না বলুন সুন্দর জীবন গরি
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।