মোঃ সৈকত হোসেন ( নেত্রকোনা) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বি এন পির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্হ্যতা কামনায় পূর্বধলার ৩ নং ঘাগড়া ইউনিয়ন বি এন পি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার ১৫ মার্চ ২০২৫ বিকাল ৪:০০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ মাঠ কাপাশিয়া বাজারে ইফতার ও দোয়া মাহফিল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা বি এনপির সম্মানিত সদস্য,সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৬১ নেত্রকোনা- ৫ পূর্বধলা আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার ডাইনামিক নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আলহাজ্ব আহমদ আলী সরকার,আলহাজ্ব আঃ গণি,মোঃ আঃ মান্নান,ডাঃ লতিবুর রহমান,নাজমুল হুদা ফিরোজ,ফিরোজ তালুকদার,আসাদুজ্জামান ডানো প্রমুখ।
এছাড়াও উপস্হিত ছিল বি এন পি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল্লাহ ইমরান বলেন,রাখাল প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না করলে আজ আমরা স্বাধীনতা হতে পারতাম না,পেতাম না লাল সবুজের পতাকা সহ স্বাধীন বাংলাদেশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান নেতার ও এবং উনার আত্নার রুহের মাগফেরাত কামনা করি।
বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার। ফলে তাদের পতন হয়েছে।
তিনি বলেন বিগত ১৭ বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে আওয়ামীলীগ সরকার তাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে মামলা দিয়ে গৃহবন্ধী করে রেখেছিল। চিকিৎসা করার সুযোগ দেয় নি।
যার ফলে তিনি জীবন মরণের সন্ধিক্ষণে ছিলেন,আজও তিনি পরিপূর্ণ সুস্হ না,চিকিৎসার জন্য বিদেশে আছেন,আর দেশ নায়ক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেয় নি। তারেক রহমানের নির্দেশে আমরা বি এন পি দল ঐক্যদ্ধ ছিলাম আছি আর থাকবো। বিএনপিতে সন্ত্রাসের ঠাঁই নাই,পূর্বধলায় কেউ সন্ত্রাস করলে জনগণকে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দিব।
ইমরান বলেন,এদেশের মানুষ নির্বাচন মুখী,বিগত আওয়ামীলীগের সময় জাতীয় বা স্হানীয় কোন নির্বাচনই সুষ্ঠু হয় নি। তাই এদেশের মানুষ দ্রুত সময়ে জাতীয় সুষ্ঠু নির্বাচন চায়।জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সরকারই কেবল জনগণের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুস্হ্যতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটির সমাপ্তি হয়।