কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরিষাবাড়ী উত্তর থানা শাখার অন্তর্গত মহাদান ইউনিয়ন শাখা'র উদ্যোগে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ইউনিয়নের সেক্রেটারী মুকাদ্দেস বিল্লাল মুরছালিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহাদান ইউনিয়ন শিবিরের সভাপতি সুজন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআন বিতরণ ও বক্তব্য রাখেন জেলা শিবির সভাপতি আবু বকর সিদ্দিক। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিবিরের অফিস সম্পাদক নাইম হাসান, সরিষাবাড়ী উত্তর থানা সভাপতি আহমেদ আরিফ, সেক্রেটারী আক্তার হোসেন, সাবেক সরিষাবাড়ী উত্তর থানা সভাপতি আক্তারুজ্জমান সোহাগ, পৌর জামায়াতের সেক্রেটারী ও সাবেক থানা সভাপতি মাওঃ আহম্মদ আলী।