নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ধর্ষকের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলে একসাথে এ শ্লোগান নিয়ে নাগরপুরে শুরু হয় বিক্ষোভ মিছিল।
এসময়, দেশে আইন চাই ধর্ষকের ফাঁসি চাই এসব শ্লোগানও দেয় সাধারণ শিক্ষার্থীরা। সারাদেশের ধর্ষকের ফাঁসির দাবিতে নাগরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ মার্চ সকালে নাগরপুর সাধারণ ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ এ বিক্ষোভ করেছেন।
বিক্ষোভ মিছিলটি নাগরপুর যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের বকুল তলা থেকে শুরু হয়। পরে নাগরপুর সরকারি কলেজে অবস্থান করে মানববন্ধন করে।
বিক্ষোভ মিছিলটি নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা সাধারণ ছাত্রছাত্রীরা ধর্ষণের শাস্তির আইন ফাঁসি কার্যকর করার দাবি তোলে।