মো:ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গুড্ডিমারী ইউনিয়নে সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা সাগর (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরে রাতেই স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শিশুটিকে নমুনা সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আটক জহুরুল মোল্লা সাগর বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জানা যায়, জহুরুল ইসলাম সাগর পেশায় একজন শ্রমিক। সে বেশ কিছুদিন ধরে হাতীবান্ধায় জমিতে তাঁবু খাটিয়ে বসবাস করে আসছে। সেই সুবাদে অদূরবর্তী ওই শিশুর বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে ২০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যায়। পরে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে পাশের বাড়িতে থাকা মা ও এলাকার লোকজন ছুটে এসে ধর্ষক জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আমরা আরও কিছু পরীক্ষা-