জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের বাংলাদেশ সফরে রোহিঙ্গার সংকট সমাধান সর্বাধিক গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
জানা যায়, ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে উনি রোহিঙ্গা শিশুদের সাথে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তার এই প্রোগ্রামগুলো শেষ হওয়ার পর উনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন।