লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
অদ্য রোজ বুধবারে বনিক সমিতির সভাপতি জনাব আজিজ মিয়া কে কয়েকজন ব্যক্তি কিছু দোকানদারেরা দিনের বেলায় পর্দা টাংগিয়ে বে-রোজাদারদের নিকট খাবার বিক্রি করে নালিশ দিলে জনাব আজিজ সাহেব বনিক সমিতির আরো কিছু সদস্য ও লোকদেরকে নিয়ে বিভিন্ন দোকানে পর্যবেক্ষণ করে কয়েকটি দোকানে কিছু বে-রোজাদারদের খেতে দেখেন।
যার ফলে তিনি কিছু লোকদেরকে কান ধরিয়ে রোজা রাখার ওয়াদা করান। কিন্তু এটা অনেক লোকের নিকট অসহ্য ও খারাপ লাগার কারনে আবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ জনাব আজিজের বিরুদ্ধে থানায় অভিযোগ করে তাকে তলব করে এনে সেই বে-রোজাদারদের নিকটে ক্ষমা চাহিয়াছে।
এতে করে লক্ষ্মীপুর শহর এলাকাতে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
যার ফলে চকবাজার মসজিদের সামনে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে মাগরিবের নামাজের পরে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।