সবুর তালুকদার, প্রতিনিধি রাজশাহী
মহানন্দা এক্সপ্রেস খুলনা টু রহনপুর ট্রেনের যাত্রীদের অতিষ্ঠ করছে হকাররা। রহনপুর পুর যাত্রাকালে মহানন্দা এক্সপ্রেস টি ক্রসিং পাশ করছিল আনুমানিক রাত ৮:০০। মহানন্দা এক্সপ্রেস আব্দুলপুর স্টেশন রাত ৮:১০ দিকে অবস্থান করছিল এই সময় হকারদের উত্তাপে যাত্রীরা অতিষ্ঠ হয়ে যায়। এক পর্যায়ে হকাররা রেলওয়ের যাত্রীর এক মহিলার সাথে খারাপ আচরণ করে।
আব্দুলপুর স্টেশনে হকাররা ট্রেন অবস্থান সময় খারাপ ভাবে এক মহিলার শরীরে টাচ করে।মহিলা সাথে সাথে প্রতিবাদ করলে ওনার সাথে আরো খারাপ আচরণ করে এ পর্যায়ে ও উক্ত মহিলার পাশে বসার মত কথাবার্তা বলে নানা বাজে মন্তব্য করে,ইভটিজিং করে।
উক্ত মহিলার পাশে সিটে থাকা এক পুরুষ প্রতিবাদ করে। হকাররা তার সাথে খারাপ আচরণ করে এমনকি আব্দুলপুর স্টেশনে যে দোকানগুলো অবস্থান করছে সেই দোকানের মালিকরাও এককভাবে অবস্থান করে। আব্দুলপুর স্টেশনে নিজেদের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করতেছে। প্রতিবাদকারী পুরুষের সাথে তর্ক শুরু হয় এক পর্যায়ে হকার ফোন দিয়ে তার আশেপাশে হকারদের কে আসতে বলে। প্রতিবাদকারী পুরুষের সাথে সব হকাররা তর্ক শুরু করে।