মোঃ বাপ্পি শেখ ঝিনাইদহ উপজেলা প্রতিনিধি
শিবির কর্মী শামীম হত্যা মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) বিকালে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। খবর নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, শিবির কর্মী হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান বিজুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মোস্তাফিজুর রহমান বিজু ঝিনাইদহ শহরে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও শিবিরকর্মী হত্যাকাণ্ডসহ পৃথক তিন মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
স্থানীয়রা জানায়, মোস্তাফিজুর রহমান বিজু এক সময় ভবঘুরে হিসেবে বাসের সময় নিয়ন্ত্রক ছিলেন। কোন রকম কায়ক্লেশে জীবন যাপন করতেন। আ’লীগ ক্ষমতায় আসার পর বিজুর জীবন ধারা হঠাৎ পাল্টে যায়। সবাইকে তাক লাগিয়ে এমপি আব্দুল মান্নানের প্রভাব বিস্তার করে কালীগঞ্