মোঃ আবিদ হাসান,প্রতিনিধি
বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ জাতীয় ঐক্য পরিষদ (বাডিকৃজাঐপ) একাশি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে দেশের সরকারি এ.টি.আই ও বেসরকারি কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ডিপ্লোমা কৃষিবিদদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।কমিটির আহবায়ক ডি.কৃষিবিদ আপন তালুকদার এবং সদস্য সচিব ডি.কৃষিবিদ সৈকত জামিল,যুগ্ম আহবায়ক যথাক্রমে-ডি.কৃষিবিদ আসাদুজ্জামান আবির,ডি.কৃষিবিদ এম এ আহাদ,ডি. কৃষিবিদ শুভ সরকার,মিজানুর রহমান মুন, ডি.কৃষিবিদ ফয়সাল,ডি.কৃষিবিদ মোঃ রাহাত মাহমুদ নাবিল,ডি.কৃষিবিদ মোঃ ইউসুফ,ডি.কৃষিবিদ মোঃ আবু তাহের বাপ্পী,ইমদাদুর রহমান রাহাত,বিল্লাল হোসেন সোহাগ,মোঃ রায়হান খান (ভি.পি.) ও ডি.কৃষিবিদ মোছা.মুন্নি।যুগ্ম সদস্য সচিব যথাক্রমে-ডি.কৃষিবিদ জনাব সালাহউদ্দিন,মুসা প্রধান হামজা,ডি.কৃষিবিদ শ্রাবন্তী দেব,মোঃ মেহের আলী ও মোঃ আব্দুল্লাহ আল কাফী। কমিটিতে সরকারি এ.টি.আই এবং বেসরকারি কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানের মোট বাষট্টি জন মেধাবী ও চৌকোস শিক্ষার্থী ও ডিপ্লোমা কৃষিবিদ সদস্য রয়েছে।কৃষি ডিপ্লোমা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বাংলাদেশের ইতিহাসে কৃষি ডিপ্লোমা জাতির উত্তোলনে এক যুগান্তকারী মাইলফলক।বাংলাদেশের সত্তর ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত এবং কৃষি নির্ভর এদেশে GDP – তে সর্বোচ্চ অবদান রাখা যোদ্ধাগণ ডিপ্লোমা কৃষিবিদ।কৃষি প্রধান এ দেশে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তনের ও যুগোপযোগী কৃষি শিক্ষা ব্যবস্থার অধিকার আদায়ের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে।বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ জাতীয় ঐক্য পরিষদ” – যা সম্পূর্ণ অরাজনৈতিক ডিপ্লোমা কৃষিবিদ ছাত্র সংগঠন।সংগঠনটির মূল লক্ষ্য, ” বাংলাদেশের সকল ডিপ্লোমা কৃষিবিদদের একটি বৃক্ষের নিচে নিয়ে এসে,ঐক্যবদ্ধ করা।সংগঠনের উদ্দেশ্য গুলো হল-শিক্ষা ব্যবস্থার মধ্যে আমল পরিবর্তন,সরকারিভাবে উচ্চ এবং উচ্চতর শিক্ষার সুযোগ,আধুনিক প্রশিক্ষণ ও গবেষণামূলক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সৃষ্টি করা,অন্য সকল ডিপ্লোমা প্রতিষ্ঠানের সঙ্গে যে বৈষম্য সে বৈষম্য দূরীকরণ,ডিপ্লোমা কৃষিবিদদের সরকারিভাবে চাকুরীতে আসন সংখ্যা বৃদ্ধিকরণ,চাকরির পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত করা।