▫️মহিউল ইসলাম, উপজেলা প্রতিনিধি,তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিলটি তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিল হতে, তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই” “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে” “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে” শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। বিক্ষোভ মিছিল
শেষে তালা ডাক বাংলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ সাকিব মির্জা, ছাত্রশিবিরের তালা উপজেলা সভাপতি আল-জামালুল বান্না, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নারী নেত্রী ফাইমা হোসেন ফুল, তালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রিপন ইসলাম, ছাত্রদল নেতা মোঃ সোহাগ হোসেন, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মানববন্ধন হতে ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার জন্য আইন তৈরীর জোর দাবি জানানো হয় ৷