জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে ধর্ষণ নিপীড়ন অনলাইনে হেনস্ত্র এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বিচারবিহীনতার প্রতিবাদে পলাশবাড়ী স্কুল কলেজের ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ ও সাধারণ ছাত্রছাত্রীর আয়োজনে অনুষ্ঠিত হয় ।
পৃথক পৃথক তিনটি ছাত্র সংগঠনের ব্যানারে পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সরকারি কলেজ মাঠে মানববন্ধনে পলাশবাড়ী সরকারি কলেজের ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক শাজাহান সরকার এবং সভাপতিতে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ।
গাইবান্ধা জেলার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত জেলা ছাত্রদলের সদস্য শামীম রেজা প্রবাস বাড়ির ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কোভিদ পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের শত্রু দলের সভাপতি মোছাম্মৎ আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার এবং সর্বস্তরের সাধারণ জনগণ বক্তব্য রাখেন
মাগুরার সেই আট বছরের শিশু আছিয়াকে নিয়ে বক্তব্য রাখেন বক্তারা বলেন অপরাধীদের ফাঁসি দাবি।