মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।
মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ধনাগোদা নদী। শুষ্ক মৌসুমে এই নদীর আমিরাবাদ লঞ্চঘাট থেকে কালীপুর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকাজুড়ে থাকে অতিরিক্ত কচুরিপানা। এতে নৌ পথে চলাচলকারী নৌ-যান ও খেয়াপারাপারে নৌকার মাঝি এবং যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুম এলেই নদীর শীরায়েরচর এলাকার তিন কিলোমিটার এলাকাজুরে নৌচলাচল বন্ধ হয়ে যায়। কচুরিপানার জটের কারণে নদী পারাপারে ভোগান্তিতে পড়তে হয় দুই উপজেলার বাসিন্দারা।