জেলা প্রতিনিধ মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নদদান ইলেকট্রিসিটি সাপ্লাই পি এল সি নেসকো এর আবাসিক প্রকৌশলী হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রাহকদের হয়রানি অতিরিক্ত ভৌতিক বিদ্যুৎ বিল জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনার চেষ্টার অভিযোগ উঠেছে ।
এতে পলাশবাড়ী উপজেলার শত শত নেসকো গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে এসকল ভোগান্তি ও প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের চাপ প্রয়োগ করায় আবার ফুসে উঠেছে বিদ্যুৎগ্রাহকগণ ।
এর আগে বিদ্যুৎ গ্রাহক গন ও নেসকো জনসাধারণ প্রিপেইড মিটার স্থাপনার দাবিতে মানববন্ধন নেসকোর কার্যালয় ঘেরাও এবং জেলা প্রশাসক বরাবরের স্মারক
লিপি প্রদান করা হয় ।
এ স্মারক লিপির আলোকে গাইবান্ধা জেলার প্রশাসকের কার্যালয়ে জমা দেন । জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ গত ৯ই জানুয়ারি নেসকোর ব্যবস্থা পনা পরিচালক রাজশাহীর বরাবরে গাইবান্ধা জেলার প্রিপেইড সংযোগ মিটার বাতিল মিটার ভাড়া ডিমান্ড চার্জ বাতিলসহ চার দফা দাবীসহ একটি স্মারকলিপি প্রদান করেন ।