সাংবাদিক, ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা।
চাঁদপুর , হাইমচরে গতকাল রাতে বহু আলোচিত আওয়ামী পেসিস্টএর ক্ষমতাদর সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজুকে আটক করেন হাইমচর থানাপুলিশ, গ্রেফতার হওয়ার পুর্বে এলাকা থেকে সরেগিয়ে তার সঙ্গি ৫, ৬ জন সহ কক্সবাজার, সাজেক, লেংটার মাজারে কখনো হোটেলে ভবনকরে বিতর্কিত পোস্ট করতেন ৫ ই আগস্ট কোমলমতি শিক্ষার্থী দের উপর ঝাপিয়ে পড়েছিলেন যার ভিডিও প্রকাশ পেয়েছে। নজুর গ্রেপ্তারকে সাধারন ছাত্র / ছাত্রীরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা, বিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে এভাবে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারকরার দাবি হাইমচরের সাধারন, জনগন এবং বিভিন্ন পেশার মানুষের। এখনো আওয়ামি পেসিস্ট হাসিনার দোসররা যাপটিমের আছে এরা বিভিন্ন সময় এলাকায় নানা অপরাধ সংগঠিতকরার জন্য ফায়তারাকরছে।