মোহাম্মদ রেজাউল হক, রায়পুর উপজেলা প্রতিনিধি।
আজ ৮/০৩/২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার পীরের কামেল হযরত বড়মিয়া ছাহেব বাগদাদী (রহ:)এর জামে মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিলের ৭ম দিবসে ইফতার প্রদান করেন,আশরাফীয়া লাইব্রেরী প্রতিষ্ঠাতা, মরহুম হানিফ ভাইর দুই সন্তান মোঃ আরিফুল ও বিপুল। আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার সাবেক মেয়র জনাব,এবিএম জিলানী।
মুনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ রেজাউল হক ছাহেব।