জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় মডেল মসজিদ টি উদ্বোধন হয়নি নামাজ ।
গাইবান্ধা পলাশবাড়ীতে ২০ মাস আগে মডেল মসজিদের উদ্বোধন হয় । কিন্তু এতদিনে নামাজ কার্যক্রম শুরু হয়নি প্রশাসনের দাবি গণপূর্ত বিভাগের গাবিলতির জন্য সম্ভব হচ্ছে না নামাজ চালু করা । সহকারী কমিশনার মোঃ আল ইয়েছা রহমান তরফদার বলেন মসজিদের কিছু কাজ এখনো সম্পন্ন আছে । সেগুলোর বিষয়ে গণপূর্ত বিভাগে জানানো হয়েছে কিন্তু তারাই কাজের গরি মুশি করছে । যেহেতু কাজ অসম্পূর্ণ সেহেতু নামাজ চালু করা সম্ভব হচ্ছে না ।
এর মধ্যে আবার আটকে আছে নিয়োগ প্রক্রিয়া ইমাম মোয়াজ্জেম এবং খাদেম পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল । কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও গণপূর্ত বিভাগ মসজিদটি আমাদের কাছে হস্তান্ত না করায় আপাতত স্থগিত করা হয়েছে । সরজমিনে দেখা যায় এখনো বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে দরজা জানালার রং করা এছাড়াও আরো কিছু কাজ অসম্পূর্ণ দেখতে পাওয়া যায় মোটকথা এলোমেলো অবস্থা বিরাজ করছে ।