আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগরণ-এর উদ্যোগে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ), সাতে রমাদান, আলীপুরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণ-এর আহ্বায়ক, সমাজকর্মী জনাব মোহাক আইয়ুব পাভেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব খায়রুন নবী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণ-এর উপদেষ্টা এডভোকেট সাখাওয়াত হোসেন, আলীপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি খোন্দকার মোহাম্মদ ইউনুস, হাটহাজারী বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, হাটহাজারী পৌর কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দীন, জাগরণ-এর সাবেক সাধারণ সম্পাদক আবু আহমদ, সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল করিম, মাওলানা আলমগীর শামছি ও সাংবাদিক মাওলানা ইউসুফ প্রমুখ।
সভায় আরো বক্তব্য দেন জাগরণ-এর যুগ্ম আহ্বায়ক মাওলানা এরশাদুল্লাহ সিকদার, সদস্য সচিব মোহাম্মদ রিজোয়ান, মাহমুদুল করিম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ দানিশ ও মোহাম্মদ বশির।
জাগরণ উত্তর চট্টগ্রামের একটি সুপরিচিত সামাজিক ও ক্রীড়া সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দুর্যোগময় মুহূর্তে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ বিভিন্ন সময়োপযোগী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাসে মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং অসহায়দের সাহায্য করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব।
আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।