মো: ফজলুল হক
জেলা প্রতিনিধি।
লালমনিরহাটে আইনজীবীদের মানববন্ধন-
জেলা জজ আদলত ভবনের মুল নকশা বিনষ্ট ও পরিবর্তন করত: বিচার প্রার্থীদের বসার যায়গায় নতুন করে এজলাস নির্মাণ এর প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে আইনজীবী সমিতি। ঘন্টাব্যপী এ মানবন্ধনে সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দাবী করেন দীর্ঘদিন ধরে আদালত ভবনের বাড়ান্দা বিচার প্রার্থী, ষ্ট্যাম্প ভেন্ডার ও আইনজীবী সহকারীদের বসার যায়গা হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু কুচক্্রী মহল মুল নকশা পরিবর্তন করে মনগড়া ভাবে ওই বারান্দায় এজলাস নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এর প্রতিবাদ জানাই। বিচার প্রার্থী ও আদালত চত্বরের বারান্দার পরিবর্তন করলে আদলত বর্জন সহ অন্যান্য কর্মসূচী দেয়া হবে। এসময় জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সহকারী আইনজীবী, ষ্ট্যাম্প ভেন্ডার উপিস্থিত ছিলেন।