1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড রংপুর জেলা তাঁতীদলের সুপার-৫ ইউনিট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মতলবে মেঘনার তীর সংরক্ষণের ব্লক ধ্বসে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ময়মনসিংহে চাকরির নামে প্রতারণা আনসার সদস্যসহ চক্রের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ- ভুক্তভোগীরা সর্বস্বান্ত। সরিষাবাড়ী’র ভাটারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামদায়ের কোপে সাবেক সেনা সদস্য – রক্তাক্ত জখম নোয়াখালী হাতিয়ায় আওয়ামীলীগ নেতাদের অর্থের বিনিময়ে বিএনপিতে যোগদান গোমস্তাপুরে “সুজন- সুনাগরিকের জন্য নাগরিক ” সংগঠন এর আলোচনা ও দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত। ঝিনাইদহ ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ১৫ ঘন্টা পর চকবাজারে নিখোঁজ শিশু উদ্ধার।

রাউজানে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার: অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।

 

চট্টগ্রামের রাউজান থানা পুলিশের অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপহরণকারী আরাফাত মামুন এবং বিপ্লব বড়ুয়া গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ১টি রাম দা, ১টি দেশীয় ওয়ান শুটার গান (এলজি) ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

*শুটকি ব্যবসায়ী হত্যাকাণ্ড ও তদন্তের অগ্রগতি*

গত ২৪ জানুয়ারি রাউজানের নোয়াপাড়া এলাকায় শুটকি ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জুমার নামাজ পড়তে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মামাতো ভাই মো. আব্বাস উদ্দিন আহত হন। দুর্বৃত্তদের ছোড়া শটগানের গুলিতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। ভিকটিমের ছেলে মাকসুদ আলমের এজাহারের ভিত্তিতে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়। এরপর থেকে চট্টগ্রাম জেলা পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ইতিমধ্যে রমজান আলী ও গিয়াস উদ্দীন নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

*সাঁড়াশি অভিযানে শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার*

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে পুলিশ। তাদের গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায়, ৫ মার্চ ২০২৫ তারিখ রাত ২টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাউজানের শীর্ষ সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আরাফাত মামুন পূর্ব গুজরা ইউনিয়নের গরীব উল্যাহপাড়ায় তার মামা মোহাম্মদ আজমের বাড়িতে অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরাফাত মামুন ও তার সহযোগী বিপ্লব বড়ুয়া অস্ত্র প্রদর্শন করে পালানোর চেষ্টা করে। তবে পিছু ধাওয়া করে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

*অস্ত্র উদ্ধার ও মামলার বিস্তারিত*

আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়: ১. আরাফাত মামুনের কাছ থেকে – ১টি বিদেশি রিভলবার (লোডেড অবস্থায় ৫ রাউন্ড গুলি) ও ১টি রাম দা। ২. বিপ্লব বড়ুয়ার কাছ থেকে – ১টি কাঠের বাটযুক্ত ওয়ান শুটার গান (এলজি) ও ২টি কার্তুজ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তাদের কাছে থাকা অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স নেই এবং এগুলো ব্যবহার করে তারা অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

তদন্তে উঠে এসেছে, আসামিরা নোয়াপাড়া এলাকার শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এসআই কাউছার হামিদ রাউজান থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-১, তারিখ- ৫ মার্চ ২০২৫, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯A/১৯(f))।

রাউজান থানা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট